West Bengal Govt: সাইকেল, ট্যাব এখন অতীত! পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের জন্য আরেকটি বড় ঘোষণা করলেন।
West Bengal Govt 2024
West Bengal Govt: বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর কথা মাথায় রেখে নানা জনহিতকর প্রকল্পের চালু করেছেন। রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ আত্মনির্ভরশীল হতে পেরেছে। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্পের আয়োজন করেছেন, যেমন – কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে একাধিক স্কলারশিপ এবং তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা এই সবই করেছে সরকার। আর এমন আবহে সরকার ছাত্র ছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো খামতি না আসে তার জন্য সরকার এক নতুন ব্যবস্থা চালু করেছেন। কি এই নতুন ব্যবস্থা? এর বিস্তারিত তথ্য জানাবো আজকে প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। West Bengal Govt.
Table of Contents
শিক্ষার্থীদের জন্য সরকারের বড় উদ্যোগ
সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা পাশাপাশি একাধিক স্কলারশিও চালু করেন। এহেন পরিস্থিতিতে সরকার সাধারণত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছেন। পড়ুয়াদের পাঠ্যবইয়ের পাশাপাশি দরকার পরে সহায়ক বই। এই বই বাজারে একই বিষয়ে বিভিন্ন লেখকদের একাধিক বই ও প্রশ্নোত্তর বই এর সম্ভারও রয়েছে। কিন্তু সেই বইগুলির বেশিরভাগই অনেক দামি হয়ে থাকে। এই বইগুলো দরিদ্র ছাত্রছাত্রীদের কাছে সেই বই কেনা খুবই কষ্টকর। তাই সেই সমস্যা নির্মূল করতে এবং সহায়িকা বইয়ের অভাব পূরণ করতে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল।
জানা গিয়েছে যে, এবার থেকে রাজ্য সরকার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই চার শ্রেণির পড়ুয়াদের জন্য সহায়িকা বই প্রদান করবে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।মঙ্গলবার বারাসতে বইমেলার উদ্বোধন করতে এসে রাজ্য সরকার এই অভাবনীয় উদ্যোগের কথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ঘোষণা করলেন। আর এই ঘোষণা শুনে রাজ্যের পড়ুয়ারা আনন্দে আত্মহারা হয়ে যায়।
WB Job Fair in Milan Utsav 2025: রাজ্যে চাকরির মেলা হচ্ছে! বিস্তারিত জানুন?
বইমেলায় কারা কারা উপস্থিত ছিলেন ?
এই দিন বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে কবি শ্রীজাত এসেছিলেন। এছাড়াও ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় সকলেই।

গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কী বললেন?
এদিন বই মেলার উদ্বোধন আনুষ্ঠানে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, “শিক্ষার মান উন্নয়নে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যদি সহায়ক বইয়ের জন্য সরকারি লাইব্রেরিতে আবেদন করেন তাহলে বিনামূল্যে সেই বই দেওয়া হবে।’ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক, জুতো, সাইকেল দেওয়ার ব্যবস্থা থাকলেও সহায়িকা বই প্রদানের ব্যবস্থা ছাত্র ছাত্রীদের আরও উচ্ছসিত করেছে। তবে গ্রন্থাগার দফতর থেকে সংশয়ে রয়েছে প্রথম পর্যায়েই সকল স্কুলকে এই আওতায় নিয়ে আসা যাবে কিনা তা নিয়ে? তিনি জানিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখে এই পরিকল্পনা এগোবে।
আরও পড়ুন:–Apaar Id card apply online 2024: সরকারের আপার আইডি চালু, এটি সবাইকে করতে হবে।