West Bengal Jai Johar Scheme 2024: 1000 টাকা নয় বদলে এখন 1800 টাকা দিবে! ভাতার টাকা বাড়ানো হয়েছে।
West Bengal Jai Johar Scheme 2024
West Bengal Jai Johar Scheme 2024: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর সুবিধা ও কল্যাণার্থে একাধিক প্রকল্প চালু করছেন। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ভাতা রয়েছে। যা রাজ্য সরকার সরাসরি ভাতা প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই আরও এক নতুন স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি শুক্রবার এই সুখবর প্রকাশ করেছেন। এই প্রকল্পে নতুন দিগন্ত 1000 টাকা নয়, এবার 1800 টাকা! West Bengal Jai Johar Scheme 2024. কোন প্রকল্পের গ্ৰাহকদের জন্য এই সুখবর? বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রকল্পের টাকা বাড়ানো কথা ঘোষণা করেছেন?
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি জানিয়েছেন যে, জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য সরকার নানা প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করেছে। West Bengal Jai Johar Scheme 2024. তিনি শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আরও বড় ঘোষণা করেছেন।
আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে নতুন উদ্যোগ:
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরসা মুন্ডার 150 তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে তিনি জানালেন, “আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দও অনেকটা বাড়ানো হবে।”
Jai Johar Scheme In West Bengal Amount Increse:-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘জয় জোহর প্রকল্পে’ পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে পেনশনগ্রহণকারী জনজাতি সদস্যদের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে।
Airtel Annual Recharge Plan 2024: এয়ারটেল নিয়ে এলো ধামাকা রিচার্জ প্ল্যান!
Chief Minister Announces new Hostel:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310 টি নতুন Hostel তৈরি করার ঘোষণা করেন। এরফলে আদিবাসী শিক্ষার্থীদের আবাসনের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এবং তারা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবেন।
বৈঠকের বিস্তারিত তথ্য:
রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশাসনিক দাবি:
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, প্রশাসনিক সূত্র দাবি করেছেন, ‘ট্রাইবাল অ্যাডভাইজরি কাউন্সিল’এর বৈঠক আগামী সোমবার হতে পারে।
জনজাতি সম্প্রদায়ের কল্যাণের জন্য সরকারের প্রাধান্য:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর সরকার বরাবর জনজাতি কল্যাণকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন, তাঁদের হাতে একদিন ধামসা, মাদল তুলে দেন এবং নাচের তালে তালে পা মেলান। সেই সাথে তিনি সরকারের নীতি ও প্রকল্পগুলো জনজাতি সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।

ক্রীড়াক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের যুবকদের অবদান:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের অনুষ্ঠানে জনজাতি গোষ্ঠীর যুবকদের ক্রীড়াক্ষেত্রে অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি জনজাতি যুবকদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণের ভূমিকা:
আশা করা যাচ্ছে যে,পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলো জন্য আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পদক্ষেপ মধ্যে দিয়ে জনজাতি সম্প্রদায়ের আশার আলো জ্বালিয়েছে।
আরও পড়ুন,Krishak Bandhu Payment Date 2024: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?