West Bengal Panchayat Recruitment 2024: মাধ্যমিক পাশেই পঞ্চায়েতে কর্মী নিয়োগ, আবেদন শুরু।
West Bengal Panchayat Recruitment 2024
West Bengal Panchayat Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যের বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য দারুণ সুযোগ এসেছে। মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ। যদি আপনি এই সুযোগ কাজে লাগাতে চান, তবে পুরো বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ুন এবং নিচের নিয়ম মেনে আবেদন করুন। এই সকল বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। West Bengal Panchayat Recruitment 2024.
Table of Contents
নিয়োগকারী সংস্থা:
মোট 4 টি ব্লক অফিস (BDO) থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদের নাম:
সামাজিক স্বাস্থ্যকর্মী (আশা) পদে নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা:
সাধারণ প্রার্থীরা- ন্যূনতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
রিজার্ভ ক্যাটাগরি- ন্যূনতম 22 বছর বয়স হতে হবে।
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:-
আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা প্রাসঙ্গিক নয়।
প্রয়োজনীয় যোগ্যতা:-
•আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
•আবেদনকারী নারী হতে হবে।
•বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র:
•বয়স প্রমাণপত্র (মাধ্যমিক এডমিট কার্ড অথবা জন্মতারিখের শংসাপত্র)।
•বিবাহ নিবন্ধনের শংসাপত্র।
•ভোটার কার্ড বা আধার কার্ড।
•5 টাকার ডাক টিকিট।
•রিজার্ভ ক্যাটাগরির প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।
•অন্যান্য প্রাসঙ্গিক নথি।
আবেদন পদ্ধতি:
এই নিয়োগে আবেদন পত্র শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে গ্রহণ করা হবে। তারপরে ধাপগুলো নীচে দেখে নিন।
•আপনাদের প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করুন।
•তারপর A4 সাইজের কাগজে প্রিন্ট আউট বের করে নিন।
•এরপর নির্ভুল তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন এবং নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন।
•তারপরে সমস্ত তথ্য যাচাই করুন এবং প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি সংগ্রহ করুন।
•শেষে আবেদন পত্র ও নথিপত্র একত্রিত করে একটি বদ্ধ খামে ভরে নির্ধারিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করুন।
আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি:
আবেদনপত্র জমা দেওয়ার দুটি পদ্ধতি রয়েছে-
•পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো।
•ড্রপ বক্সে সরাসরি জমা করা।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
•আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।
•শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
•আপনার আবেদনপত্রে কোনো ভুল যেন না থাকে।
*এই নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী আছেন তারা তারাতারি আবেদন করুন। নিজের এলাকার গ্রাম পঞ্চায়েতে কাজ করার এমন সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। West Bengal Panchayat Recruitment 2024
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ- 5 December 2024 , সন্ধ্যা 5 টার মধ্যে ড্রপ বক্সে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
ব্লক অনুযায়ী শূন্যপদ | ক্লিক করুন |
আবেদন পত্র | ডাউনলোড করুন |
আরও পড়ুন,Bank Of Baroda Recruitment 2024: ব্যাংকে চাকরির দারুণ সুযোগ, এখনি আবেদন করুন।