West Bengal Ration List For December 2024:ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন, কোন কার্ডে কত রেশন পাবেন দেখুন।
West Bengal Ration List For December 2024
West Bengal Ration List For December 2024:পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য এক বিশেষ ধরনের সুখবর রয়েছে। তারা প্রতি মাসের ন্যায় December মাসেও বিভিন্ন রেশন কার্ডের অধিকারীদের পরিবারকে রেশন দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। আপনি কোন রেশন কার্ডের অধিকারী তার ওপর নির্ভর করছে আপনি কত পরিমাণে রেশন সামগ্রী পাবেন। এবার কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই প্রতিবেদনে মাধ্যমে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। West Bengal Ration List For December 2024.
Table of Contents
রেশন কার্ড অনুযায়ী December মাসে সামগ্রী:
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড:-
অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষরা হলেন অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডের উপভোক্তা। এই কার্ডের অধিকারী ব্যক্তিরা December মাসে রেশন সামগ্রী হিসেবে 21 কেজি চাল, 13.300 গ্রাম আটা বা 14 কেজি গম (গম এখন দেই না), 1 কেজি চিনি পাবেন।
Bangla Awas Yojana Camp 2024:বাংলা আবাস প্রকল্পের পঞ্চায়েতে ক্যাম্প শুরু, বিস্তারিত জানুন।
RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড:-
এই দুই রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা December মাসে রেশন পাবেন-
RKSY-1 কার্ডধারীদের জন্য সরকার একটি পরিবারের সদস্য প্রতি 5 কেজি চাল পাবেন।
RKSY-2 কার্ডধারীদের জন্য জনপ্রতি 2 কেজি চাল বরাদ্দ করেছে।
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড:-
এই রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা December মাসে রেশন পাবেন পরিবার পিছু 3 কেজি করে চাল, 1 কেজি 900 গ্রাম আটা।
গুরুত্বপূর্ণ তথ্য:
জঙ্গলমহল (বনাঞ্চল) এবং পার্বত্য অঞ্চলের মানুষেরা প্রায়ই অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হন। তাই সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্য একই রকম ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারের উদ্যোগ:
রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ পরিশ্রম করছেন। রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করে এবং সাবধানে খাদ্য বিতরণের পরিকল্পনা করে। যাদের প্রকৃত প্রয়োজন তারা যাতে রেশন সামগ্রী পায় সেই দিকে লক্ষ্য রাখছে সরকারি আধিকারিকরা।West Bengal Ration List For December 2024.
Ration Card Online Service :- Click Here.
আরও পড়ুন:- Lakshmi Bhandar New Update 2024: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে না? এই ভুল সংশোধন করলে সামনের মাসেই পাবেন টাকা।